আজ সুরক্ষিত মাতৃত্ব দিবস

Apr 11, 2023 - 19:10
Apr 11, 2023 - 19:46
 0  10

বছর ১১ই এপ্রিল এই দিনটি পালন করা হয়। হবু মায়েদের যত্ন, সন্তানের জন্ম, মা হওয়ার পরের ধাপ মায়েদের যত্ন বিষয় সচেতনতা তৈরীর চেষ্টা করা হয় আজকের দিনে । একটু উল্লেখযোগ্য কারণ কস্তুরবা গান্ধীকে শ্রদ্ধা জানিয়ে তার জন্মদিনটি জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস হিসাবে ভারতের পালন করা হয়। ২০০৩ সাল থেকে প্রতিবছর এই দিনটি পালন করা হচ্ছে ভারতে । ১৮০০ এর বেশি এনজিওর মিলিত সংগঠন হোয়াইট রিবন এলায়েন্স প্রথম মাতৃত্বকালীন তোর হার কমানো ও নবজাতকের স্বাস্থ্য বিষয় গুরুত্ব দেওয়ার কথা বলে এই সংগঠনের উদ্যোগে প্রথম সুরক্ষিত মাতৃত্ব দিবস পালন শুরু হয় । এতে প্রতিবছর ৩৫ হাজারের বেশি মহিলা অন্তঃসত্ত্বা অবস্থায় যত্নের অভাবে মারা যায় ।মৃত্যুর হার কমাতে এই বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার তাই বিশেষ করে আজকের দিনটা অন্তঃসত্ত্বা মায়ের স্বাস্থ্য বিষয়ক সচেতন মূলক প্রচারের মাধ্যমে উদযাপন করা হয়। #youtube #motherhood #motherhoodjourney #newsupdate  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow