আজ বিশ্ব বই দিবস
আজ ২৩ এপ্রিল বিশ্ব বই দিবস । এই ডিজিটাল সোশ্যাল মিডিয়ার যুগে দাঁড়িয়ে বই যেন কোথায় হারিয়ে যাচ্ছে , তারপরেও বই হচ্ছে আমাদের একান্ত নিজেদের শান্তির জায়গা। তাই সোশ্যাল মিডিয়ার যুগ হলেও অবসর সময় কাটানোর জন্য বইকেই আমরা এখনো বেছেনি। অবসর সময়ে এখনো রবীন্দ্রনাথের শেষের কবিতা কিংবা কর্ণ কুন্তী সংবাদ তাছাড়া গোয়েন্দারগল্প কিংবা আমাদের পচ্ছন্দের ভুতের কিংবা রূপকথার বই অথবা বঙ্কিমচন্দ্রের দুর্গেশনন্দিনী থেকে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা ম্যাকবেথ, এছাড়া আরো অনেক রকমের বই সব সময় আমাদের অবসর জাপনের অন্যতম পছন্দের তালিকায় থাকে। তাই আজকে সকল বইপ্রেমীদের কথা মাথায় রেখে ১৯৯৫ সালে থেকে ইউনেস্কো আজকের দিনটা বিশ্ব বই দিবস হিসাবে পালন করা শুরু করে।
আজ এই বিশ্ব বই দিবসে ইউ বাংলা টিভি থেকে একটাই অনুরোধ ভালো বই পড়ুন ভালো বই পড়ান। #youtube #internationalday #internationalnews #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?