অনলাইনে জামা কাপড় কেনার হিরিকে মাথায় হাত পড়েছে দর্জি কাজে সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের |
মালদাতে অন লাইনের ব্যবসার দাপটে কদর কমেছে দর্জি টেলারদের। অনলাইন শপিং আসার আগে কাজের অর্ডার বেশ পেতেন ব্যবসায়ীরা , এখন বর্তমান অন লাইনের বাজার এসে নতুন কাজ নেই বললেই চলে।
এখন বর্তমান অনলাইনে শপিং মার্কেটে ঝোঁক দিয়েছে ছেলে মেয়ে সকলেই নিজের ইচ্ছা খুশি পছন্দে অর্ডার করছেন বিভিন্ন অনলাইন এ । তাই মাথায় হাত পরেছে সকল দর্জি জাতির মানুষদের । তারা ভেবে পাচ্ছে না যে এই দর্জির কাজ ছেড়ে তারা বিকল্প কি করবেন ভেবে হাত পড়েছে মাথায়। এই বিষয়ে দর্জি রিঙ্কু পাল ও ডলির সূত্রে জানা গিয়েছে অনলাইন না আসায় আমাদের কাজের অর্ডার বেশ পেতাম , এখন বর্তমান অন লাইনের বাজার এসেছে নতুন কাজের, তাই আমরা সকল দর্জি হতাশ হতে বসেছি । #youtube #malda #maldanews #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?