Tripura : খাদ্য দপ্তরের অভিযানে উদ্ধার অবৈধভাবে দোকানে মজুদ রাখা গ্যাস সিলিন্ডার
Tripura : খাদ্য দপ্তরের অভিযানে উদ্ধার অবৈধভাবে দোকানে মজুদ রাখা গ্যাস সিলিন্ডার
খাদ্য দপ্তরের অভিযানে উদ্ধার অবৈধভাবে দোকানে মজুদ রাখা গ্যাস সিলিন্ডার সহ প্রচুর পরিমাণ রেশনের চাল ! পাশাপাশি লাইসেন্স না থাকার কারণে বন্ধ করে দেওয়া হলো দোকান! আবারো আগরতলা সদর মহকুমা শাসক অফিসের খাদ্য দপ্তরের ফুড কন্ট্রোলার প্রদীপ কুমার ভৌমিক সহ খাদ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা আগরতলা হাঁপানিয়ায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ রাখা বেশ কিছু গ্যাস সিলেন্ডার এবং রেশনের চাল উদ্ধার করতে সক্ষম হয়। শুক্রবার আগরতলা সদর মহকুমা শাসক অফিসের খাদ্য দপ্তরের আধিকারিকরা আগরতলা হাঁপানিয়া হাসপাতাল চৌমুহনি সংলগ্ন মামনি টিফিন হাউসে অভিযান চালিয়ে অবৈধভাবে তিনটি গ্যাস সিলিন্ডার এবং টিফিন হাউসের পাশে একটি পরিত্যক্ত জায়গা থেকে চারটি গ্যাস সিলিন্ডার উদ্ধার করে। পরে খাদ্য দপ্তরের আধিকারিকরা সেখান থেকে হাঁপানিয়া ইন্দিরা কলোনি এলাকার পঙ্কজ রায় নামে এক ব্যক্তির মুদি দোকানে অভিযান চালিয়ে ১৭৫ কেজি অবৈধভাবে মজুদ রাখা রেশনের চাল বাজেয়াপ্ত করে এবং দোকানের কোন ধরনের লাইসেন্স না থাকার কারণে খাদ্য দপ্তরের আধিকারিকরা দোকানটি বন্ধ করে দেয়। খাদ্য দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, টিফিন হাউসের মালিক এবং মুদি দোকানের মালিক পঙ্কজ রায়কে আগরতলা সদর মহকুমা শাসক অফিস থেকে জবাব চেয়ে নোটিশ পাঠানো হবে। খাদ্য দপ্তরের আধিকারিকরা আরো জানিয়েছেন, এই ধরনের অভিযান তাদের প্রতিনিয়তই জারি থাকবে। #breakingnews #newslive #banglanews #tripuranews #tripura @ubanglatvofficial
What's Your Reaction?