Murshidabad : বিজেপি প্রার্থীর নথিপত্র আটক করার অভিযোগ শাসক দল তৃণমূলের বিরুদ্ধে |
Murshidabad : বিজেপি প্রার্থীর নথিপত্র আটক করার অভিযোগ শাসক দল তৃণমূলের বিরুদ্ধে |
স্কুটিনি করে ফেরার পথে বিজেপি প্রার্থীর সমস্ত নথিপত্র ছিনিয়ে নিয়ে দরকারি নথিপত্র আটকে রাখার অভিযোগ উঠলো মুর্শিদাবাদ জেলার তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতির বিরুদ্ধে। উল্লেখ্য আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কান্দি পঞ্চায়েত সমিতির ১৩ নম্বর আসনে বিজেপির পক্ষ থেকে মনোনয়ন দাখিল করেছেন গোকর্ণ অঞ্চলের বাসিন্দা সেকেনদার শেখ। এবং ওই আসনেই তৃণমূলের পক্ষ থেকে মনোনয়ন করেছেন কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি তথা মুর্শিদাবাদ জেলা শ্রমিক সংগঠনের সভাপতি পার্থপ্রতিম সরকার ওরফে বাপি সরকার । আর সেই কারণেই গতকাল বিজেপির পক্ষ থেকে স্কুটিনি জমা করে বাড়ি ফেরার পথেই স্থানীয় তৃণমূল দুষ্কৃতী দ্বারা বিজেপি প্রার্থীর সমস্ত নথিপত্র আটকে রেখে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। রবিবার দলীয় নেতৃত্বদের সঙ্গে নিয়ে কান্দি থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। পাশাপাশি কান্দি মহকুমা শাসককেও পুরো ঘটনার লিখিত বিবরণ করে অভিযোগ জানানো হয়েছে বিজেপির পক্ষ থেকে। যদিও সমগ্র ঘটনার অভিযোগ পাওয়ার পর ঘটনা তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ প্রশাসন| #newstoday #newsvideo #current_affairs #murshidabad #murshidabad_news @ubanglatvofficial
What's Your Reaction?