Kolkata : কাশিপুর উদ্যানবাটীতে কল্পতরু উৎসব পালন : U Bangla TV
Kolkata : কাশিপুর উদ্যানবাটীতে কল্পতরু উৎসব পালন : U Bangla TV
কাশিপুর উদ্যানবাটি কল্পতরু উৎসব পালন। কল্পতরু উৎসব শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ভক্ত-শিষ্যরা পালন করেন। ১৮৮৬ সালের পয়লা জানুয়ারি সূচনা হয়েছিল ।কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু হয়েছিলেন শ্রী রামকৃষ্ণ। তারপর থেকেই বিশেষ এই দিনটিতে রামকৃষ্ণ ভাবাদর্শে দীক্ষিত মানুষ ও প্রতিষ্ঠান গুলির তরফে কল্পতরু উৎসব উদযাপিত হয়। মানুষের বিশ্বাস, কল্পতরু উৎসবের দিন পরমহংস দেবের কাছে মন থেকে চাইলে সেই ইচ্ছা পূরণ হয়। প্রতিবারই বছরের শুরুতেই ব্যাপক ভক্ত সমাগম হয় কাশিপুর উদ্যানবাটীতে। কারণ এই দিনেই শ্রীরামকৃষ্ণ পরমহংস নিজেকে ঈশ্বরের অবতার বলে ঘোষণা করেছিলেন। #kolkata #kolkatanews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?