HOWRAH: জল জমিয়ে রাখার জন্যে এবার দেড় হাজার বাড়িতে নোটিশ পাঠাল হাওড়া পুরসভা | U Bangla TV
HOWRAH: জল জমিয়ে রাখার জন্যে এবার দেড় হাজার বাড়িতে নোটিশ পাঠাল হাওড়া পুরসভা | U Bangla TV
জল জমিয়ে রাখার জন্যে এবার দেড় হাজার বাড়িতে নোটিশ পাঠাল হাওড়া পুরসভা। এর মধ্যে সেই নোটিশ পাওয়া সত্বেও কোনো সদুত্তর না দেওয়ায় ৫০ টি পরিবারের বিরুধ্যে হাওড়া পুর আদালতে মামলা করল হাওড়া পুরসভা। আজ ডেঙ্গি মোকাবিলায় পুরসভার স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে একটি বৈঠক করেন পুর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী। তিনি বলেন,ডেঙ্গি মোকাবিলায় সব ধরনের প্রয়োজনীয় ব্যাবস্থা নিচ্ছে হাওড়া পুরসভা।
তিনি বলেন,এখন পর্যন্ত জেলায় গত জানুয়ারি মাস থেকে ৭০ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে। তবে কেউ মারা যায়নি। তবে পুর কমিশনারের দাবী গত বছর এই সময় ১২০ টি কেস ছিল। যা এছর অনেকটাই কম।
তিনি বলেন,গত এক মাসে ডেঙ্গি আক্রান্ত হয়েছে প্রায় ১০ জন। তার আগে প্রতি মাসে আক্রান্তের সংখা অনেক কম ছিল। হাওড়া পুরসভার ১৬,৩৬ ও ৩৯ নম্বর ওয়ার্ডে ডেঙ্গিতে আক্রান্তের সঙখা সবথেকে বেশি। হাওড়া পুর এলাকায় বিভিন্ন এলাকায় ডেঙ্গু নিয়ে মানুষকে সচেতন করতে স্ট্রিট কর্নার করে মানুষকে সচেতন করা হচ্ছে। জ্বর হলেই মানুষকে রক্ত পরিক্ষা করতে বলা হচ্ছে৷ প্রয়োজনে ফিভার ক্লিনিক খোলা হচ্ছে।যাতে জল না জমে থাকে তাই গত ১৯ থেকে ২৫ তারিখ পর্যন্ত জেলার বিভিন্ন সরকারী দপ্তরে যেখানে স্ক্র্যাপ জমে আছে সেখানে স্ক্যাপ রিমুভাল প্রোগ্রাম করেছি। @ubanglatvofficial
What's Your Reaction?