ঋতুপর্ণ ঘোষের প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি
ঋতুপর্ণ ঘোষের প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি
ফুরাই যা তা ফুরাই শুধু চোখে!শেষ নাহি যে শেষ কথা কে বলবে! আজ ৩০শে মে,ভারতীয় চলচ্চিত্র জগতের শ্রেষ্ঠ পরিচালক ঋতুপর্ণ ঘোষ এর প্রয়াণ দিবস । আজ তাঁর মৃত্যুদিবসে ইউ বাংলা টিভির পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা। ভারতীয় চলচ্চিত্র জগতে পরিচালক ঋতুপর্ণ ঘোষ একজন স্মরণীয় ব্যক্তিত্ব। কেবল পরিচালক হিসাবেই নয় অভিনেতা, গীতিকার, লেখক হিসাবেও তাঁর প্রতিভা ছিল উল্লেখযোগ্য। তৃতীয় লিঙ্গের মুক্তমনা মানুষ ছিলেন তিনি। তাঁর পরিচালিত একাধিক একাধিক সিনেমার জন্য জাতীয় পুরস্কার-সহ বহু আন্তর্জাতিক সম্মানেও সম্মানিত হয়েছেন। রবীন্দ্রনাথ এবং সত্যজিৎ রায়ের সৃষ্টি তাঁর কাজের উপর গভীরভাবে লক্ষ্য করা যেত। চলচ্চিত্র জগতে প্রবেশের আগে তিনি ‘রেসপন্স ইন্ডিয়া’ নামের একটি বিজ্ঞাপন সংস্থায় ক্রিয়েটিভ কপিরাইটার বিভাগে চাকরি করতেন। সাধারণত সেই সময় যে কোনও বিজ্ঞাপনের ভাষা সরাসরি ইংরেজি বা হিন্দি থেকে বাংলায় অনুবাদ করে দেওয়া হত। কিন্তু ১৯৮০ সাল নাগাদ তিনি বাংলা ভাষায় আলাদা আলাদা ভাবে বিজ্ঞাপন তৈরি করতে থাকেন যা বাংলার সংস্কৃতি এবং মানুষের আবেগ স্পর্শ করে। বলা বাহুল্য তাঁর লেখা ওয়ান লাইনার, টু লাইনার বিশেষ জনপ্রিয় হয়ে ওঠে। সুরভিত অ্যান্টিসেপটিক ক্রিম বোরোলিন – বঙ্গ জীবনের অঙ্গ’ ইত্যাদি লেখা আজও জনপ্রিয়। ‘ফ্রুটি’-এর জন্য তাঁর বানানো বিজ্ঞাপন পানীয়টিকে সারা ভারতে বেস্টসেলার করে তুলেছিলেন। ১৯৯৭ সালে তাঁর ছবি ‘দহন’ মুক্তি পায় যেটি কলকাতার রাস্তায় শ্লীলতাহানি হওয়া এক নারীর জীবনের সত্য ঘটনাকে কেন্দ্র করে বানানো। সেরা চিত্রনাট্যকার সেই বছর এই সিনেমার জন্য জাতীয় পুরস্কার পান ঋতুপর্ণ। ১৯৯৯ সালে তাঁর পরিচালনায় ‘অসুখ’ ছবিটিও জাতীয় পুরস্কারে সম্মানিত হয়। সৌমিত্র চট্টোপাধ্যায় এই সিনেমার জন্ | #rituparnoghosh #tollywood #dohon
What's Your Reaction?