Purulia : সারিডী বালি ঘাট থেকে বালি উত্তোলনে বেশি টাকা টোকেন লাগার অভিযোগ : U Bangla TV
Purulia : সারিডী বালি ঘাট থেকে বালি উত্তোলনে বেশি টাকা টোকেন লাগার অভিযোগ : U Bangla TV
বাঘমুন্ডি থানা এলাকার সূবর্ণরেখা নদীর মারচা ও সারিডী ঘাটে সরকারিভাবে বালি উত্তোলনের কাজ চলছে। তবে মঙ্গলবার সরকারি টোকেনের মূল্য নিয়ে এক ঝাঁক অভিযোগ এনেছেন স্থানীয় ট্রাক্টরের ড্রাইভার থেকে শুরু করে মালিকেরা। কার্তিক মাছুয়ার ও বিদ্যুৎ মাহাতোর অভিযোগ-- প্রত্যেকদিন প্রথম ট্রিপে ২৩০০ টাকা নিয়ে টোকেন দেওয়া হচ্ছে। তারপর প্রত্যেক ট্রিপে কোন নথি ছাড়াই ১৫০০ টাকা করে নেওয়া হচ্ছে। তবে টোকেনে কোন টাকার অংক স্পষ্ট লেখা নেই। তাঁরা আরোও বলেন নিরুপায় হয়ে এত পরিমাণে টাকা দিয়ে বালি কিনতে হচ্ছে। স্থানীয় বাড়ি মালিকের একাংশ বলেন একটা সময় ছিল 400 থেকে 500 টাকার মধ্যে ট্রাক্টর ভর্তি বালি পাওয়া যেত। কিন্তু এখন তা বেড়ে হয়েছে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা। ফলস্বরূপ গরিব ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের চরম ভোগান্তি শুরু হয়েছে। এই নিয়ে জেলা কংগ্রেস সভাপতি তথা বাঘমুন্ডির প্রাক্তন বিধায়ক নেপাল মাহাতো বলেন, জেলা শাসকের উচিত যারা বাড়ি বানাবে তারা কিভাবে বালি পাবে তাঁর একটা সঠিক গাইডলাইন তৈরি করার। সব মিলিয়ে গরিব মধ্যবিত্ত বাড়ি মালিকেরা বাড়ি বানানোর জন্য আগের মতো ৪০০- থেকে ৫০০ টাকা দরে ট্রাক্টর ভর্তি বালি পাবে, নাকি সেই ৪০০০ থেকে ৫০০০ টাকা দিয়েই বালি কিনতে হবে। এই নিয়ে উঠছে নানান প্রশ্ন। #purulia #purulianews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?