Purulia : শিবের গাজন মেলা

Purulia : শিবের গাজন মেলা

Jun 4, 2023 - 16:16
 0  3

গ্রীষ্মকাল জুড়ে পুরুলিয়ার বিভিন্ন জায়গায় মেলা হয়ে থাকে । শিবের গাজন মেলায় সাধারণ গ্রামীণ মেলার চরিত্রের বৈশিষ্ট্য লক্ষ করা যায়। যার বিভিন্ন মেলার মধ্যে ঐতিহ্যবাহী এবং বিখ্যাত মেলা হল বরাবাজার কল্যানেশ্বরীর মেলা। মেলায় প্রচুর জনসমাগম দেখা গেল। ওই পুজো কমিটির তরফে বাপি সহিস সহ অন্যান্যরা জানায়, বহু বছর আগে উমাশঙ্কর ব্রহ্মচারী এই কল্যানেশ্বরী মন্দির প্রতিষ্ঠা করে গেছেন। সেই সময় কাল ধরে ১৯শে জ্যৈষ্ঠ বরাবাজার গার্লস হাই স্কুল সংলগ্ন মাঠে প্রত্যেক বছর এই মেলা হয়ে আসছে। ঢাকে কাঠি পড়ে। রাত্রি জাগরণ হয়। মূলত ছৌনৃত্য অনুষ্ঠান আয়োজন করা হয়। জাগরণের রাত্রে মেলায় বিভিন্ন দোকানের স্টল, ঠেলাগাড়ি বসে। সারা রাত ছৌ নাচ দেখতে মানুষজনের ভীড় হয় বলে জানা যায়। মেলায় সমস্ত রকম নেশাগ্রস্থ দ্রব্য নিষিদ্ধ আছে। #newstoday #news #purulia #gajan #westbengal  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow