Kolkata : বেহালা ক্যারাম ক্লাবের পরিচালনায় ১১তম অলবেঙ্গল ক্যারাম টুর্নামেন্ট : U Bangla TV
Kolkata : বেহালা ক্যারাম ক্লাবের পরিচালনায় ১১তম অলবেঙ্গল ক্যারাম টুর্নামেন্ট : U Bangla TV
প্রত্যেক বছরের মত এবারও বেহালা ক্যারাম ক্লাবের তরফ থেকে আয়োজন করা হয়েছিল সারা বাংলা ব্যপী চার দিন ধরে এক ক্যারাম টুর্নামেন্টের। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল জেলা থেকে শহরের সকল ক্যারাম খেলোয়াড়রা।১৩২ নম্বর ওয়ার্ডের পৌরমাতা সঞ্চিতা মিত্রের উপস্থিতিতে এই ক্যারাম প্রতিযোগিতা অনুষ্ঠান শুরু হয়। অল বেঙ্গল সিঙ্গেল হ্যান্ড ক্যারাম খেলা এই প্রতিযোগিতায় সারা বাংলার প্রায় ২০০ জন প্রতিযোগী অংশ গ্রহন করেছিল । চারদিন ধরে চলে এই ক্যারাম খেলা।। বিশিষ্ট ক্যারাম খেলোয়াড়রা উপস্থিত ছিলেন এই প্রতিযোগিতায়।এই ক্যারাম খেলার ফাইনাল রাউন্ডে জয়ী হয়ে প্রথম স্থান অধিকার করে তপসিয়ার অয়ন ক্যারাম ক্রিয়েশন এবং দ্বিতীয় স্থান অধিকার করে বৌবাজারের ৪৮ পল্লী যুবশ্রী।বেহালা ক্যারাম ক্লাবের পক্ষ থেকে আশিস চ্যাটার্জি বললেন, বেহালা ক্যারাম ক্লাবের উদ্যোগে প্রতি বছরই সারা পশ্চিমবাংলা জুড়েই এই রেজিস্টার্ড ক্যারাম টুর্নামেন্টটা হয়। সারা বাংলা থেকে প্রায় ২০০ জন ক্যারাম খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। মোট কুড়িটা বোর্ডে এই প্রতিযোগিতার খেলা হয়েছে। এই প্রতিযোগিতায় মোট এক লক্ষ টাকা ক্যাশ প্রাইস আছে। প্রথম পুরষ্কার তিরিশ হাজার টাকা ও ট্রফি, দ্বিতীয় পুরস্কার কুড়ি হাজার টাকা ও ট্রফি। এছাড়াও আরো অনেক পুরস্কার আছে।এর পাশাপাশি জানালেন, প্রত্যেক বছর ক্যারাম টুর্নামেন্ট ছাড়াও বেহালা ক্যারাম ক্লাব উদ্যোগে- ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট, গরিব ও অন্ধদের বস্ত্র বিতরণ এবং ব্লাড ডোনেশন ক্যাম্প করে থাকে। বেহালা ক্যারাম ক্লাবের মূল লক্ষ্য হচ্ছে সারা বছরই সমাজের দুঃস্থ মানুষদের পাশে থাকা। #kolkata #kolkatanews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?