Jalpaiguri : জলপাইগুড়ি জেলার বেশকিছু বুথে পুনর্নির্বাচন
Jalpaiguri : জলপাইগুড়ি জেলার বেশকিছু বুথে পুনর্নির্বাচন
ব্যালট বাক্স লুট, ভাঙচুর এবং জল দিয়ে দেওয়া ও ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছিল জলপাইগুড়ি জেলার ১৪টি বুথে। সোমবার নির্বাচন কমিশনের নির্দেশে প্রত্যেক বুথে আবারও ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হল সকাল থেকে। তবে সকাল থেকে বৃষ্টি থাকায় ভোট গ্রহণ প্রক্রিয়া ব্যাঘাত ঘটে। এ দিন ছাপ্পা ভোট রুখতে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে সব জায়গায়। জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের হাকিম পাড়া বুথে ভোটের দিন ব্যালট বাক্স লুটের অভিযোগ উঠেছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেই ব্যালট বাক্স পাওয়া যায় জঙ্গলে। এ দিন সকাল থেকে বৃষ্টিকে উপেক্ষা করে ভোটারটা দীর্ঘলাইনে দাঁড়িয়ে থেকে ভোটদান কর্মসূচিতে অংশগ্রহণ করেন। কেন্দ্রীয় বাহিনী পর্যাপ্ত জওয়ান মোতায়ন করা হয়েছে বুথে অপ্রীতিকর ঘটনা রুখতে।
অন্যদিকে জেলার বিভিন্ন ব্লকেও পুনরায় ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে যেসব বুথে ছাপ্পা ভোট ও ব্যালট বাক্স লুটের অভিযোগ উঠেছিল। ভোটার স্বপন রায় বলেন,"আবার ভোট দিচ্ছি। আমরা চাই শান্তিপূর্ণ ভাবে ভোট হোক।" আরও এক ভোটার কেশব তন্ত বলেন, "বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে ভোট দিতে এসেছি। ভোট দিয়ে কাজে যেতে হবে।"
#breakingnews #newstoday #newslive #banglanews #panchayatelection #jalpaiguri @ubanglatvofficial
What's Your Reaction?