ফের ফেক কলসেন্টারের হদিস কলকাতায়
আবারও ফেক কল সেন্টারের হদিস।বিদেশী নাগরিকদের ফ্রিতে অর্থ পুরস্কার ও স্বাস্থ্য স্কিমের নামে প্রতারণা করার অভিযোগ। মূলত সিনিয়র সিটিজেন দের টার্গেট করতো এই প্রতারকরা। ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার হাতে গ্রেপ্তার পাঁচ জন মহিলা সহ মোট ৪১ জন।পুলিশ সূত্রে খবর সেক্টর ফাইভের একটি বহুতলের আট তলায় অফিস নিয়ে এই ফেক কল সেন্টার চালানো হচ্ছিলো। সূত্র মারফত খবর পেয়ে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ হানা দেয় ওই অফিসে। সেই অফিস থেকে মোট ৪১ জনকে গ্রেফতার করা হয়। তার মধ্যে পাঁচ জন তরুণী। আজ তাঁদের বিধান নগর কোর্টে তোলা হবে। তাঁদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে যে তারা বেআইনি ভাবে এই কল সেন্টার চালাচ্ছে। এবং বেদেশি নাগরিকদের মূলত বয়স্ক মানুষদের ফোন করে ফ্রি আর্থিক পুরস্কার ও হেলথ স্কিম দেওয়ার নাম করে তাদের প্রতারণা করেছে, আর এই সমস্ত অর্থ দেওয়ার নাম করে বিভিন্ন অজুহাতে তাঁদের কাছ থেকে টাকা হাতিয়ে নিত। এদের কাছ থেকে ৫০ টি কম্পিউটার, ৩ টি ল্যাপটপ,৪১ টি মোবাইল ফোন উদ্ধার হয়। #youtube #kolkata #kolkatanews #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?