এনজেপি থেকে দার্জিলিং টয় ট্রেন পরিষেবা বাতিল, দুর্ভোগে নাকাল পর্যটকরা
দার্জিলিং ভ্রমণ করতে এসে টয়ট্রেন সফর পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্র বিন্দু। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষে পর্যটকের ঢল নামে। সেইসঙ্গে দক্ষিণ বঙ্গের মানুষরা প্রচন্ড দাবদাহেট হাত থেকে সাময়িক নিষ্কৃতি পেতেও পাহাড়ে স্বস্তির টানে আসেন। শৈলশহরের পাশাপাশি এসময় সিকিম ঘুরতে আসেন বহু পর্যটক। এ সময় ভরা পর্যটন মরসুম। এই ভরা পর্যটন মরসুমে আচমকাই এনজেপি থেকে সকাল ১০ টার টয় ট্রেন সফর বাতিল করা হল। মঙ্গলবার বিভিন্ন রাজ্য যেমন তেলেঙ্গানা, অসম সহ বিভিন্ন রাজ্য পাশাপাশি এই রাজ্যেরও বেশ কিছু পর্যটক টয় ট্রেনে চেপে দার্জিলিং যাওয়ার জন্য আগে থেকেই টিকিট কেটে অধির আগ্রহে ট্রেশনে এসে বসে থাকেন। ট্রেন ছাড়ার প্রায় ঘন্টা খানেক আগে মাইকিং করে এদিনের টয় ট্রেন বাতিলের ঘোষণা করা হয়। কারণ হিসেবে জানানো হয় ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় এদিনের টয় ট্রেন পরিষেবা বাতিল করা হল। ফলে ভগ্ন মনোরথে পর্যটকরা বিকল্প পথে শৈলশহরের উদ্দেশ্যে রওনা দেন। যদিও ট্রেনের টিকিটের মুল্য ফেরত দিয়ে দেওয়া হয়। তবু পর্যটকের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়। প্রচুর মালপত্র ও বাচ্চাদের নিয়ে অনেককে নাকাল হতে হয়। পাহাড় সফরে এসে টয় ট্রেনে করে শৈলশহরে পৌছতে না পারায় মন খারাপের পাশাপাশি ক্ষুব্ধ পর্যটকরা। #youtube #darjeeling #darjeelingnews #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?